ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই

নওগাঁ: নওগাঁর মান্দা ও আত্রাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় সামিউল ইসলাম (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী ও রাসেল (৮) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টা থেকে বিকেল ৩টার মধ্যে দুর্ঘটনা দু’টি ঘটে।



নিহত সামিউল জেলার আত্রাই উপজেলার উদয়পুর এলাকার বাসিন্দা।

অপরদিকে, রাসেল জেলার মান্দা উপজেলার রামনগর গ্রামের সুলতান হোসেনের ছেলে।

পুলিশ জানায়, বিকেল ৩টার দিকে উদয়পুর এলাকায় মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সামিউল গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এদিকে, দুপুর ১টার দিকে মান্দা উপজেলার রামনগর বড় মসজিদের পাশে দেলুয়াবাড়ি-চকগৌরী সড়ক পার হচ্ছিল রাসেল। এসময় একটি ট্রাক তাকে চাপা পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রাসেলের।

এ দু’টি দুর্ঘটনা আত্রাই ও মান্দা থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা আল মাসউদ চৌধুরী ও মান্দা থানার ওসি মোজাফফর হোসেন।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।