ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে নবনির্মিত কৃষি ভবন পরিদর্শনে সচিব

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
ধুনটে নবনির্মিত কৃষি ভবন পরিদর্শনে সচিব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় ৫৫ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত কৃষি কর্মকর্তার কার্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব শ্যামল কান্তি ঘোষ।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে ধুনট উপজেলা পরিষদের এ নতুন দ্বিতল কৃষি ভবন পরিদর্শন করা হয়।



এসময় উপস্থিত ছিলেন, বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক হজরত আলী, উপ-পরিচালক চন্ডিদাশ কুন্ড, ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান, ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুদুর রহমান প্রমুখ।

এরপর ধুনট উপজেলার চালাপাড়া গ্রামে উচ্চ ফলনশীল জাতের টমেটোর ক্ষেত পরিদর্শন শেষে স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন সচিব শ্যামল কান্তি ঘোষ।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।