জাতীয় সংসদ ভবন থেকে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের ক্ষেত্রে তার সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে।
তিনি বলেন, এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দু‘টি বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছিলাম।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তরকালে সরকার দলীয় সদস্য মমতাজ বেগমের তারকা চিহ্নত প্রশ্ন ৬ এর জবাবে শেখ হাসিনা এ কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, সন্ত্রাস ও সহিংস জঙ্গিবাদ দমনের পাশাপাশি বাংলাদেশের ভূখণ্ডকে যেন কেউ সন্ত্রাস বা জঙ্গিবাদ সম্পর্কিত কোনো কর্মকাণ্ডে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে আমাদের সরকার সতর্ক। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে আমরা বদ্ধপরিকর।
তিনি বলেন, সন্ত্রাস ও সহিংস জঙ্গিবাদ দমনে যুক্তরাষ্ট্র, ভারত ও রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতামূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছি আমরা। সন্ত্রাস ও সহিংস জঙ্গিবাদ দমনে জাতীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়েও আমরা বিভিন্ন উদ্যোগের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছি। সার্ক-বিমসটেকসহ বিভিন্ন আঞ্চলিক সংস্থার সন্ত্রাস ও সহিংস জঙ্গিবাদ দমন বিষয়ক বিভিন্ন চুক্তির রাষ্ট্রপক্ষ হিসেবে আমরা গঠনমূলক ভূমিকা পালন করে যাচ্ছি। বৈশ্বিক সন্ত্রাস দমন কৌশলের দায়িত্বশীল অংশীদার হিসেবে আমরা জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে একযোগে কাজ করে যাচ্ছি। সন্ত্রাসবাদ ও সন্ত্রাসে অর্থায়ন নিরোধ সম্পর্কিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুল্যুশনসমূহ জাতীয় পর্যায়ে প্রতিপালন ও বাস্তবায়ন করার জন্যও আমরা উদ্যোগ গ্রহণ করেছি।
প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলার মধ্য দিয়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের যে কোনো শুভ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত থেকে নিবিড়ভাবে কাজ করে যাওয়ার ক্ষেত্রে আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এসএম/এসকে/এইচএ