ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মধুপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সপ্তাহ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
মধুপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সপ্তাহ

মধুপুর (টাঙ্গাইল): অগ্নি নির্বাপণের বাস্তব ও যান্ত্রিক মহড়াসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইল জেলার মধুপুরে শুরু হয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সপ্তাহ।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা ও প্রতিষ্ঠানের পতাকা উড়িয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমেন্দ্র নাথ বিশ্বাস সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন।



এ সময় উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান নাজমা বেগম ও মধুপুরের স্টেশন কর্মকর্তা এসকে তুহিন উপস্থিত ছিলেন।

এরপর দুপুর ১২টায় উপজেলা শহরের সাবা স্কয়ার মার্কেটে অগ্নি নির্বাপণের বাস্তব মহড়া ও পরে পুরো পৌর শহরে যান মহড়া প্রদর্শন কর‍া হয়।

এবারের প্রতিপাদ্য ‘দুর্যাগ-দুর্ঘটনার ঝুঁকি হ্রাসে প্রয়োজন, জনসচেতনতা ও প্রশিক্ষণ’।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।