ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারে আধুনিক রাডার অন্তর্ভুক্ত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারে আধুনিক রাডার অন্তর্ভুক্ত

কক্সবাজার: বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের রাডার ইউনিটে বুধবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আধুনিক YLC-6 রাডার অন্তর্ভুক্তির আদেশনামা প্রদান করেন রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. আবদুল হামিদ।

আদেশনামা গ্রহণ করেন রাডার ইউনিটের অধিনায়ক উইং কমান্ডার মেজবাহ-উস সাত্তার।

পরে রাষ্ট্রপতি ফলক উন্মোচনের মাধ্যমে রাডার ইউনিট উদ্বোধন করেন।

এ সময় রাষ্ট্রপতি বিমান বাহিনী তথা দেশ ও জাতির অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন। পরে রাষ্ট্রপতি বিমান বাহিনী কর্মকর্তাদের সাথে ফটো সেশনে অংশ নেন। এরপর তিনি বিমান বাহিনীর যুদ্ধ বিমানের মনোজ্ঞ ফ্লাই পাস্ট প্রত্যক্ষ করেন।

অনুষ্ঠানের শুরুতে বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের এয়ার অধিনায়ক এয়ার কমডোর মো. পারভেজ ইসলাম বিমান বাহিনীতে নব সংযোজিত রাডার সম্পর্কে রাষ্ট্রপতিকে ব্রিফ প্রদান করেন।

এর আগে রাষ্ট্রপতি বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার এসে পৌঁছালে তাকে স্বাগত জানান বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার এবং বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের এয়ার অধিনায়ক এয়ার কমডোর মো. পারভেজ ইসলাম। এ সময় একটি চৌকস কন্টিনজেন্ট রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব, স্থানীয় সংসদ সদস্যরা এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।