ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গুলিস্তানে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
গুলিস্তানে এক ব্যক্তির মরদেহ উদ্ধার ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর গুলিস্তান ফুলবাড়িয়ায় ফ্লাইওভারের নিচ থেকে অজ্ঞাত পরিচয় (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বংশাল থানার উপপরিদর্শক (এসআই) বাংলানিউজকে বিষয়টি জানান।



তিনি জানান, বিকেল সাড়ে ৪টার দিকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ‍মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ওই ব্যক্তির কাছে নতুন কেনা এক বান্ডেল জুতা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তিনি জুতার ব্যবসা করতেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।