ঢাকা: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় আটকদের কাছ থেকে একশ’ বোতল ফেনসিল উদ্ধার করা হয়।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে মহানগর গোয়েন্দা বিভাগের (ডিবি পশ্চিম) উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন-লিটন, মহিদুল ইসলাম, নবী হোসেন ও চুন্নু মিয়া।
তিনি জানান, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ফেনসিডিল পাইকারি ও খুচরা বিক্রি করার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছেন।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এনএ/টিআই