ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বাড্ডায় যুবককে গুলি করে ১১ লাখ টাকা ছিনতাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
বাড্ডায় যুবককে গুলি করে ১১ লাখ টাকা ছিনতাই

ঢাকা: রাজধানীর মধ্য বাড্ডায় শাহীন শিকদার (২২) নামে এক যুবকের পায়ে গুলি করে ১১ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ব্যাপারী টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।



গুলিবিদ্ধ শাহীনের বাড়ি পটুয়াখালী জেলায়। সম্প্রতি তিনি পূর্ব বাড্ডা সোনার কাঠরা এলাকায় আত্মীয়র বাসায় বেড়াতে আসেন।

শাহীনের আত্মীয় মোস্তাফিজুর রহমান জলিল জানান, সম্প্রতি তিনি মধ্য বাড্ডা এলাকায় ব্যাপারী টাওয়ারের পাশে জহির উদ্দিন হাজি সাহেবের একটি জমি কেনেন। আজ (বুধবার) ওই জমি রেজিস্ট্রি হওয়া কথা ছিল। বিকেলে জলিল, শাহীন, জলিলের বড় ভাই জালাল উদ্দিন ও তার স্ত্রী রাশিদা বাসা থেকে ১১ লাখ টাকা নিয়ে ব্যাপারী টাওয়ারের সামনে পৌঁছালে একদল দুর্বৃত্ত শাহীনের পায়ে গুলি করে তার হাতে থাকা টাকার ব্যাগটা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

তথ্যের সত্যতা নিশ্চিত করে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, ছিনতাইকারীদের আটক এবং লুট হওয়া টাকা উদ্ধারে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে।

বাংলাদেশ সময় : ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এজেডএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।