ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শূন্য থালা নিয়ে শিক্ষকদের অনশন বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
শূন্য থালা নিয়ে শিক্ষকদের অনশন বৃহস্পতিবার ছবি: সোহাগ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রেসক্লাবের সামনে শূন্য থালা নিয়ে অনশন কর্মসূচি পালন করবেন নন এমপিওভুক্ত শিক্ষকরা।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের নেতারা এ ঘোষণা দিয়েছেন।



সারাদিন মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ কর্মসূচি পালনের পর এ ঘোষণা দেন তারা।

তারা জানান, নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির দাবিতে টানা ১৪ দিন ধরে তারা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন।

এ সময় বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু, সিপিবির কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন, বাম নেতা রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ আওয়ামী পার্টির সভাপতি আমানুল্লাহ সিকদার, আওয়ামী পার্টির মহাসচিব গোলাম মোস্তফা সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এমকেআই/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।