গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ভিডিও ক্লিপ ছড়ানোর দায়ে ফরিদুল ইসলাম (২২) নামে এক যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে ফরিদুলকে কারাগারে পাঠানো হয়।
ফরিদুল উপজেলার কামারদহ ইউনিয়নের চকপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান বাংলানিউজকে জানান, চকপাড়া গ্রামের এক সৌদি প্রবাসীর স্ত্রী মোবাইল ফোনে ধারণকরা ব্যক্তিগত একটি ভিডিও ক্লিপ স্বামীর কাছে ই-মেইলের মাধ্যমে পাঠান।
কয়েক দিনপর তিনি মোবাইল ফোনের সমস্যা দেখা দিলে প্রতিবেশি দেবর ফরিদুল ইসলাম ও লিটনের সহযোগিতা চান। এসময় তারা ভিডিও ক্লিপটি কৌশলে তাদের মোবাইলে ফোনে নিয়ে নেন। পরে তা টাকার বিনিময়ে সর্বত্র ছড়িয়ে দেয়।
পরে বিষয়টি ওই প্রবাসীর স্ত্রী মঙ্গলবার (১০ নভেম্বর) থানায় জানালে রাতেই ফরিদুলকে আটক করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, অভিযুক্ত অপর যুবক লিটন পলাতক থাকায় তাকে আটক করা সম্ভাব হয়নি।
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এএটি/এসএইচ