ঢাকা: গণশুনানি দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন সংযোজন। এর মাধ্যমে সেবা প্রদানের ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে।
বুধবার (১১ নভেম্বর) রাষ্ট্রীয় দুর্নীতিবিরোধী সংস্থাটির কার্যালয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস, গণশুনানি ও তৎসংশ্লিষ্ট ওয়ার্কশপ’র প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান এ কথা জানান।
কমিশনের সচিব আবু মো. মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন দুদক কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন চুপ্পু ও কমিশনার (অনুসন্ধান) ড. নাসিরউদ্দীন আহমেদ।
সভার প্রধান অতিথি দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি প্রতিরোধে কমিশন সম্প্রতি গণশুনানি কার্যক্রম বাস্তবায়ন করছে। এর মাধ্যমে সরকারি কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করা হবে।
মো. বদিউজ্জামান বলেন, কিছু সংখ্যক সরকারি কর্মকর্তা জনগণের সেবা প্রাপ্তির অধিকার খর্ব করার চেষ্টা করে থাকেন। এসব কর্মকর্তার মানসিকতা পরিবর্তনে দুর্নীতি দমন কমিশন কঠোর অবস্থা গ্রহণে ন্যূনতম কার্পণ্য দেখাবে না।
কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু বলেন, গণশুনানির ধারণা আমরা নতুনভাবে নিয়েছি। এর উদ্দেশ্য হচ্ছে, জনগণকে সচেতন করে সরকারি সেবা প্রাপ্তির ক্ষেত্রে তাদের অধিকার প্রতিষ্ঠা এবং প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা। দুর্নীতির কুফল সম্পর্কে সাধারণ মানুষ সচেতন হলে তা দ্রুত কমে আসবে।
কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ বলেন, আগামী ৯ ডিসেম্বর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ঢাকার তিনটি অঞ্চলের সহকারী কমিশনার (ভূমি), সাব-রেজিস্ট্রার অফিস এবং গণস্বাস্থ্য বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, প্রতিটি দফতরে সিটিজেন চার্টার প্রদর্শনের ব্যবস্থা থাকবে এবং তা অনুসরণ করেই সরকারি কর্মকর্তাদের সেবা প্রদান করতে হবে। প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য হচ্ছে, সবসময় জনগণের সেবা করার চেষ্টা করা। সরকারি কর্মকর্তাদের মনে রাখতে হবে, জনগণের সেবা করা তাদের দায়িত্ব।
মতবিনিময় সভায় দুর্নীতি দমন কমিশনের উর্ধ্বতন কর্মকর্তা ও ঢাকার মতিঝিল, গুলশান, উত্তরা, মিরপুর, লালবাগ, ওয়ারী, তেজগাঁও, রমনা অঞ্চলের দুর্নীতি প্রতিরোধ কমিটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এডিএ/এইচএ