ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীর মালশাদহ হোসেন ফিলিং স্টেশনে ককটেল হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
গাংনীর মালশাদহ হোসেন ফিলিং স্টেশনে ককটেল হামলা

মেহেরপুর: মেহেরপুরের গাংনী পৌরসভাধীন পুর্ব মালশাদহে অবস্থিত হোসেন ফিলিং স্টেশনে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।



বুধবার (১১ নভেম্বর) দিনগত রাত সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে।

হোসেন ফিলিং স্টেশনে কর্মরতরা জানান, রাত সোয়া একটার দিকে তিন যুবককে পাম্প চত্বরে ঘোরাঘুরি করতে দেখা যায়। কিছুক্ষণ অবস্থানের পর তারা অফিস কক্ষ লক্ষ্য করে হঠাৎ একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। ককটেলটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে আশেপাশের লোকজনে মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে গাংনী থানার সেকেন্ড অফিসার উপপরিদশর্ক (এসআই) মনিরুজ্জামান ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। চাঁদার দাবিতে ভীতি সৃষ্টির জন্য এ হামলা বলে ধারণা পুলিশের।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, কঠোর অভিযানের মাধ্যমে দুর্বৃত্তদের গ্রেফতারে বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে মাঠে নামছে পুলিশ। যেকোনো মূল্যে এসব দুর্বৃত্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ০৮৪৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।