ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

জলঢাকায় ফেনসিডিলসহ বউ-শাশুড়ি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
জলঢাকায় ফেনসিডিলসহ বউ-শাশুড়ি আটক ছবি: প্রতীকী

নীলফামারী: নীলফামারীর জলঢাকা উপজেলায় ৯০ বোতল ফেনসিডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
 
বুধবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ঢাকা কোচ স্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।


 
আটকরা হলেন- ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ছাতনাই কলোনির বাসিন্দা মায়া বেগম (৫৫) ও তার ছেলে নুরুল ইসলামের স্ত্রী লাভলী বেগম (৩৫)।  
 
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলওয়ার হাসান ইনাম বাংলানিউজকে বলেন, আটকরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ফেনসিডিল নিয়ে ঢাকা যাওয়ার জন্য কোচ স্ট্যান্ড এলাকায় অবস্থান করছেন -এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  
 
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
 
বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫ 
এএটি/এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।