ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সিংগাইরে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
সিংগাইরে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ছবি: প্রতীকী

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ঘোনাপাড়া এলাকা থেকে অস্ত্রসহ (ডেগার) সালাউদ্দিন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

সালাউদ্দিন ওই এলাকার মঞ্জুর কাদেরের ছেলে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মিজানুর রহমান বাংলানিউজকে জানান, রাতে সালাউদ্দিনকে গ্রেফতার করতে তার বাড়িতে গেলে তিনি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে সালাউদ্দিনকে ধাওয়া করে প্রতিবেশি নুরুল ইসলামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এসময় তার শরীরে তল্লাশি চালিয়ে কোমর থেকে একটি অস্ত্র (ডেগার) উদ্ধার করা হয়।

এর আগে সালাউদ্দিনের বিরুদ্ধে সিংগাইর থানায় মাদকের মামলা রয়েছে। এ মামলায় তাকে গ্রেফতারের দাবিতে কয়েকদিন আগে ওই গ্রামের সাধারণ মানুষ মানববন্ধন করেন।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৪
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।