ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

চাকরি হারাচ্ছেন এসএমআরসি’র ২৬ কর্মকর্তা-কর্মচারী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
চাকরি হারাচ্ছেন এসএমআরসি’র ২৬ কর্মকর্তা-কর্মচারী

ঢাকা: ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখে বন্ধ করে দেওয়া হচ্ছে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র (এসএমআরসি)। এর ফলে চাকরি হারাতে হচ্ছে এসএমআরসি’তে স্থায়ী নিয়োগপ্রাপ্ত  ২৬ কর্মকর্তা-কর্মচারীকে।


 
এসব কর্মকর্তা-কর্মচারীর পুনর্বাসনের ব্যবস্থা না করে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবহেলাকে দায়ী করছেন কমিটি ফর রিহেবিলিটেশন অব এসএমআরসি স্টাফস’র আহবায়ক অ্যাডভোকেট মল্লিক মোশারেফ হোসেন।
 
বাংলানিউজকে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবহেলার কারণে এ প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে। কারণ এ মন্ত্রণালয় বহির্বিশ্ব ও সরকারের বিভিন্ন পর্যায়ের মিটিংয়ে এসএমআরসি’র কথা ঠিকভাবে উপস্থাপন করতে পারে নাই। এছাড়া আরেকটি কারণ হলো, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। কিন্তু আমাদের পরিচালক আবহাওয়া অধিদফতরেরও পরিচালক। যে কারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তার যোগাযোগ ছিল না। এ কারণে বড় ধরনের কোনো অনুষ্ঠান বা মিটিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাউকে ডাকতেন না তিনি। যে কারণে দুই প্রতিষ্ঠানের মধ্যে দূরত্ব বাড়তে থাকে।

দুই প্রতিষ্ঠানের সমন্বয়হীনতার কারণে মধ্যবয়সে পরিবার-পরিজন নিয়ে পথে বসতে হচ্ছে উচ্চ রেজাল্টধারী গবেষক ও বিদেশি ডিগ্রীধারী এসএমআরসি’র কর্মকর্তাদের, অভিযোগ করেন তিনি।
 
এদিকে এসএমআরসি বন্ধ করে দেওয়া উপলক্ষে কাঠমান্ডুর সার্ক সচিবালয় দুই দেশের (নেপাল-বাংলাদেশ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদলের সমন্বয়ে একটি কমিটি গঠন করেছে।
 
এ কমিটি আগামী ১৬ ও ১৭ নভেম্বর বন্ধঘোষিত প্রতিষ্ঠানটির সম্পত্তি কোন কোন কর্তৃপক্ষের অধীনে যাবে, তা ঠিক করবে।
 
এদিকে এসএমআরসি’র কর্মকর্তা-কর্মচারীরা ১৬ নভেম্বর (সোমবার) গবেষণা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।
 
এ প্রসঙ্গে অ্যাডভোকেট মল্লিক বলেন, আমাদের ৪৩ শতাংশ খরচ বাংলাদেশ সরকার বহন করেন। এরপরও পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আমরা সার্কের কর্মকর্তা।
 
তিনি আরও বলেন, আমাদের চাকরির মেয়াদ স্থায়ী ভিত্তিতে ৬০ বছর বয়স পর্যন্ত। তাই আমাদের দাবি, বিকল্প ব্যবস্থা না করে প্রতিষ্ঠান বন্ধ করা যাবে না।
 
যতোদিন পর্যন্ত এসএমআরসি কর্মকর্তাদের দাবি আদায় না হবে, ততদিন গবেষণা প্রতিষ্ঠানের সামনে অবস্থানসহ বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলেও জানান তিনি।   
 
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এফবি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।