ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ১১ ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
বরিশালে ১১ ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা

বরিশাল: নিষিদ্ধ পলিথিন ব্যাগ রাখার দায়ে বরিশালে ১১ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৫ নভেম্বর) মহানগরের পোর্টরোড বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।

বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা জানায়, পলিথিন ব্যাগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ১১টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রায় ১০ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়। এতে এসব দোকানের মালিককে ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

জরিমানার দণ্ডাদেশপ্রাপ্তদের মধ্যে ফিরোজ ডিম ঘরের মালিক ফিরোজকে ৫ হাজার টাকা, সামিয়া স্টোরের মালিক জাকির হোসেনকে ২ হাজার টাকা, সিকদার মাংসের দোকানের মালিক জয়নাল সিকদারকে ১ হাজার টাকা, মায়ের দোয়া মিট স্টোরের মালিক জালালকে ১ হাজার টাকা, এমাদুল মুদি স্টোরের মালিক এমাদুলকে ১ হাজার টাকা, মোকলেছ স্টোরের মালিক মোকলেছুর রহমানকে ১ হাজার টাকা, তামান্না স্টোরের মালিক কবিরকে ১ হাজার টাকা, জ্যোতি স্টোরের মালিক আহাদকে ১ হাজার টাকা, হাবিব স্টোরের মালিক হাবিবকে ১ হাজার টাকা, শামিম স্টোরের মালিক নাহিদ মোল্লাকে ১ হাজার টাকা, তালুকদার স্টোরের মালিক হারুন তালুকদারকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন- বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রউফ মিয়া, পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক, পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট কাজী সুমন, সিনিয়র টেকনিশিয়ান মীর কাশেম মজুমদার, পরিদর্শক তোতা মিয়া ও পরিদর্শক আনজুমান নেছা।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।