ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

আলাদা ভূমি কমিশনের দাবি আদিবাসীদের

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
আলাদা ভূমি কমিশনের দাবি আদিবাসীদের ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁপাইনবাবগঞ্জ: আলাদা ভূমি কমিশন গঠনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় অভিমুখে লংমার্চ শুরু করেছেন আদিবাসীরা।

রোববার (১৫ নভেম্বর) বেলা ১২টার দিকে নাচোল বাসস্ট্যান্ড থেকে দুইদিনের এই লংমার্চ শুরু হয়।

কর্মসূচির উদ্বোধন করেন ন্যাপ ঐক্যের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য।

এসময় জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, প্রেসিডিয়াম সদস্য অনীল মারান্ডি, সাংগঠনিক সম্পাদক বিমল রাজেয়ারসহ আদিবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আদিবাসীদের জন্য পৃথক ও স্বাধীন ভূমি কমিশন গঠনের দাবিতে ১৫ ও ১৬ নভেম্বরের এই লংমার্চ সাঁওতাল বিদ্রোহের জন্য বিখ্যাত নাচোল থেকে শুরু করা হয়েছে। লংমার্চে অংশগ্রহণকারীরা হেঁটে ও গাড়িতে করে সোমবার রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে গিয়ে শেষ হবে। রোববার সন্ধ্যায় তারা গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী হাটে পৌঁছেছেন। রোববার এখানেই রাত্রিযাপন করবেন তারা। পথে বেশকিছু স্থানে পথসভা ও সমাবেশ করেছেন লংমার্চে অংশগ্রহণকারীরা।

সোমবার রাজাবাড়ী হাট থেকে শুরু হয়ে কাশিয়াডাঙ্গায় পথসভা করে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে সমাবেশের মাধ্যমে লংমার্চ শেষ হবে।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।