ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জ পৌরসভার উন্নয়নে মতবিনিময় সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
সিরাজগঞ্জ পৌরসভার উন্নয়নে মতবিনিময় সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌরসভার উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে ওয়ার্ড পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে শহরের একডালা-ঘুরকা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পৌর মেয়র ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম আহম্মেদ।



৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলম সেখের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কাউন্সিলর রিয়াদ রহমান, পৌর যুবলীগের আহ্বায়ক এমদাদুল হক এমদাদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক একরামুল হক, সাবেক সভাপতি আসাদুজ্জামান সোহেল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব খোকা ও উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল বারী প্রমুখ।

এ সময় ভারপ্রাপ্ত মেয়র সেলিম বাংলানিউজকে বলেন, পৌরসভার উন্নয়নের স্বার্থে ও আগামী ২৬ নভেম্বর এলজিআরডি মন্ত্রীর সিরাজগঞ্জের জনসভাকে সফল করতে বিভিন্ন ওয়ার্ড নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে। এ বিষয়ে এলাকাবাসীর ব্যাপক সাড়া মিলছে।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, বর্তমান ভারপ্রাপ্ত মেয়রের বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপের ফলে সিরাজগঞ্জ পৌরবাসী তাদের নাগরিক সুবিধা পেতে শুরু করেছে। পৌরসভার উন্নয়নে এসব কর্মসূচি অব্যাহত রাখার দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।