ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বাঁচিয়ে রাখা গেল না জোড়া মাথার সেই নবজাতককে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
বাঁচিয়ে রাখা গেল না জোড়া মাথার সেই নবজাতককে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: অনেক প্রচেষ্টা চালিয়েও বাঁচিয়ে রাখা গেল না ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া দুই মাথাবিশিষ্ট (জোড়া মাথা) কন্যাশিশুটিকে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে সে।



রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শিশুটি মারা যায়। বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন ঢামেক নবজাতক ওয়ার্ডের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আবিদ হোসেন মোল্লা।

তিনি বলেন, শিশুটির দু’টি হৃদযন্ত্র (হার্ট) ছিল। হার্ট দু’টিতেই ছিদ্র ছিল। আরও বেশ কিছু রোগ ছিল তার। শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখা গেল না শিশুটিকে।

গত ১১ নভেম্বর সন্ধ্যায় অস্ত্রোপচারের মাধ্যমে ব্রাহ্মণবাড়ি‍য়া শহরের স্ট্যান্ডার্ড হসপিটাল অব টোটাল হেলথ কেয়ার নামে বেসরকারি একটি ক্লিনিকে শিশুটির জন্ম হয়। ওই দিন রাতেই শিশুটিকে ঢামেকে নিয়ে আসেন তার বাবা-মা।

শিশুটির মায়ের নাম ফেরদৌসি বেগম (৩০)। বাবার নাম জামাল উদ্দিন। জামালের বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা চৌমুহনী এলাকায়।

শিশুটির জোড়া মাথা হলেও হাত-পা ছিল দু’টি করে। মাথা ছাড়া শরীরের নিচের অংশ ছিল স্বাভাবিক শিশুর মতোই।

** ব্রাহ্মণবাড়িয়ার জোড়া মাথার নবজাতক এখন ঢামেকে
** জোড়া মাথার কন্যাশিশুর জন্ম!

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এজেডএস/আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।