ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

দুদকে ৮৬ কর্মকর্তার রদবদল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
দুদকে ৮৬ কর্মকর্তার রদবদল

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) ৮৬ কর্মকর্তার রদবদল হয়েছে। এরমধ্যে সদ্য পদোন্নতি পাওয়া ৫৮ কর্মকর্তাকে নতুন দপ্তর দেওয়া হয়েছে।

আর ২৮ কর্মকর্তাকে দুদকের বিভিন্ন কার্যালয়ে বদলি করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) রাষ্ট্রীয় দুর্নীতিবিরোধী সংস্থাটির সচিব আবু মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ পদায়ন ও বদলি করা হয়। দুদকের প্রশাসন ও সংস্থাপন বিভাগ থেকে এ তথ্য বাংলানিউজকে জানানো হয়েছে।

রদবদল হওয়া ৮৬ কর্মকর্তার মধ্যে আট পরিচালক, ১৬ উপ-পরিচালক, ৪৫ সহকারী পরিচালক ও ১৭ উপ-সহকারী পরিচালক রয়েছেন।

এর আগে, গত ১০ নভেম্বর পাঁচ পরিচালকসহ ৫৮ কর্মকর্তার পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতিপ্রাপ্ত ৫৮ কর্মকর্তার মধ্যে রয়েছেন- পাঁচ পরিচালক, নয় উপ-পরিচালক, ২৯ সহকারী পরিচালক, ১২ উপ-সহকারী পরিচালক ও তিন কোর্ট পরিদর্শক। ওই পদায়নের পরই তাদের মিলিয়ে ৮৬ জনকে রদবদল করা হয়েছে।

দুদকের প্রশাসন ও সংস্থাপন বিভাগ জানায়, সদ্য পরিচালক পদে পদোন্নতি পাওয়া ৬ কর্মকর্তাসহ মোট ৮ পরিচালককে বদলি করা হয়েছে। পরিচালক এ কে এম জায়েদ হোসেন খানকে খুলনা বিভাগীয় কার্যালয় থেকে দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক (অনিষ্পন্ন বিষয়াদি ও পরিদর্শন), আবু মোহাম্মদ আরিফ সিদ্দিকীকে বরিশাল বিভাগীয় কার্যালয় থেকে খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক, নাসিম আনোয়ারকে ঢাকা প্রধান কার্যালয় (অনিষ্পন্ন বিষয়ক ও পরিদর্শন) থেকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক, মনজুর আহম্মদকে রাজশাহী বিভাগীয় কার্যালয় থেকে প্রধান কার্যালয়ের (অর্থ ও হিসাব) পরিচালক, উপ-পরিচালক (প্রশিক্ষণ) আক্তার হোসেনকে পদোন্নতি দিয়ে বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক, উপ-পরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১) মো. আবু সাঈদকে পদোন্নতি দিয়ে রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক, উপ-পরিচালক (বিশেষ অনুসন্ধান ও তদন্ত-১)  মীর মো. জয়নুল আবেদীন শিবলীকে পদোন্নতি দিয়ে প্রধান কার্যালয়ের (পর্যবেক্ষণ ও মূল্যায়ন) পরিচালক ও অতিরিক্ত দায়িত্ব বিশেষ অনুসন্ধান তদন্ত-২ এবং উপ-পরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১) শিরীন পারভীনকে পদোন্নতি দিয়ে প্রধান কার্যালয়ের পরিচালক (গবেষণা ও পরীক্ষণ) করা হয়েছে।

উপ-পরিচালক পদে বদলিকৃত ১৬ কর্মকর্তাদের মধ্যে ডা. মো. নূরুল হক প্রধান কার্যালয়ের দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেল থেকে দুদক সচিবের একান্ত সচিব, সৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহ কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয় থেকে প্রধান কার্যালয়ের বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২ শাখায়, শেখ মো. ফানাফিল্যা প্রধান কার্যালয়ের পর্যবেক্ষণ ও মূল্যায়ন থেকে প্রশিক্ষণ শাখায়, মোহাম্মদ আবুল কালাম আজাদ ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয় থেকে কুমিল্লায়, জাহাঙ্গীর আলম বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২ থেকে ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ে, মো. জাহাঙ্গীর আলম সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ থেকে প্রধান কার্যালয়ের বিশেষ অনুসন্ধান ও তদন্ত-১ বিভাগে, মো. মোশারফ হোসেইন মৃধা সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ থেকে প্রধান কার্যালয়ের অনু: ও তদন্ত-৩ বিভাগে,  মোসা. মাহফুজা খানম প্রধান কার্যালয়ের সংস্থাপন থেকে দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলে, সহকারী পরিচালক এ বি এম আব্দুস সবুর (অনিষ্পন্ন বিষয়ক সেল-১) পদোন্নতি পেয়ে প্রধান কার্যালয়ের একই বিভাগের উপ-পরিচালক, মো. মনজুর আলম (অনি. বি. সেল-২) পদোন্নতি পেয়ে একই বিভাগের উপ-পরিচালক, মো. হেলাল উদ্দিন শরীফ (অনি. বি. সেল-১)  পদোন্নতি পেয়ে পর্যবেক্ষণ ও মূল্যায়ন বিভাগের উপ-পরিচালক, সৈয়দ আহমেদ (অনি. বি. সেল-২)  পদোন্নতি পেয়ে চট্টগ্রাম-২ সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক,  রফিকুল ইসলাম (সংস্থাপন) পদোন্নতি পেয়ে একই বিভাগের উপ-পরিচালক,  আবু বকর সিদ্দিক (ঢাকা-১) পদোন্নতি পেয়ে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ,  শেখ আবদুস ছালাম ( বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২)  পদোন্নতি পেয়ে প্রধান কার্যালয়ের বিশেষ অনু ও তদন্ত-১ এর উপ-পরিচালক এবং মো. সামছুল আলম (ঢাকা-২) পদোন্নতি পেয়ে প্রধান কার্যালয়ের বিশেষ অনু ও তদন্ত-১ এর উপ-পরিচালক হয়েছেন।

এছাড়া, ৪৫ সহকারী পরিচালক ও ১৭ উপ-সহকারী পরিচালককে দুদকের প্রধান কার্যালয়সহ কমিশনের বিভিন্ন সমন্বিত কার্যালয়ে বদলি করা হয়েছে।

** দুদকে রেকর্ড সংখ্যক পদোন্নতি

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এডিএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।