ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

হাসান আজিজুল হককে হুমকি

শিক্ষক-শিক্ষার্থীদের ক্ষোভ, তৎপর পুলিশ

স্টাফ ও রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
শিক্ষক-শিক্ষার্থীদের ক্ষোভ, তৎপর পুলিশ হাসান আজিজুল হক

রাজশাহী: প্রখ্যাত কথাসাহিত্যিক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক হাসান আজিজুল হককে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
 
প্রগতিশীলমনা এ কথাসাহিত্যিকে হত্যার হুমকি মুক্তচিন্তা ও প্রগতিশীলতা চর্চার ওপর আঘাত বলে মনে করছেন তারা।



রোববার (১৫ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে হাসান আজিজুল হককে তার ব্যক্তিগত মোবাইল ফোনে অপরিচিত নম্বর থেকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়।

এদিকে, হুমকি দেওয়ার ঘটনায় সোমবার থানায় জিডি করা হবে বলে বাংলানিউজকে জানিয়েছেন হাসান আজিজুল হক। হাসান আজিজুল হক বলেন ‘কে বা কারা ফোন করেছে জানি না। সন্ধ্যা হয়ে যাওয়ায় আজ (রোববার) আর বের হবো না। আগামীকাল (সোমবার) থানায় জিডি করবো। ’

হুমকির ঘটনায় জড়িতদের শনাক্ত করে আটক করতে তৎপরতা শুরু করেছে পুলিশ। নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বাংলানিউজকে বলেন, ‘আমি স্যারের বাসায় গিয়েছিলাম। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। জড়িতদের শনাক্ত করতে আমরা কাজ শুরু করেছি। সব বিষয় পর্যালোচনা করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হুমকির ঘটনায় নিন্দা জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপউপচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান বাংলানিউজকে বলেন, ‘তার মতো এমন একজন মানুষকে হুমকি মানে তা স্বাধীনভাবে লেখার ওপর হুমকি। আমরা এর তীব্র নিন্দা জানাই। এধরনের ঘটনা স্বাধীনভাবে লেখালেখিকে বাধাগ্রস্ত করবে। মুক্তিবুদ্ধির চর্চা করেন এমন সব মানুষের লেখা ও জীবনের নিরাপত্তা নিশ্চিত হওয়া উচিত। ’

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ও ছোটকাগজ চিহ্ন’র সম্পাদক ড. শহীদ ইকবাল ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এ হুমকি মুক্তবুদ্ধি, মুক্তচিন্তা ও সংস্কৃতিসেবীদের ওপর পরিকল্পিত হুমকি। বিশ্বব্যাপী মৌলবাদীরা এভাবে মুক্তচিন্তার মানুষদের ওপর হামলা করে যাচ্ছে।

বাংলাদেশে সম্প্রতি বিশিষ্টজনদের এভাবে হত্যার হুমকি দেওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘একের পর এক এভাবে প্রগতিশীল মানুষদের হুমকি দেওয়া হচ্ছে। অথচ আইনশৃঙ্খলাবাহিনী তাদের কাউকে শনাক্ত বা আটক করতে পারছে না। এটা রাষ্ট্রের ব্যর্থতা। ’

রাবি ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক তমাশ্রী দাস বাংলানিউজকে বলেন, ‘স্বাধীন দেশে এভাবে বিশিষ্টজনদের হত্যার হুমকি দেওয়ার ঘটনা খুবই দুঃখজনক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়টি গুরুত্বসহকারে দেখতে হবে। আর কেউ যাতে মৌলবাদীদের হামলার শিকার না হয় তা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে।

রোববার বিকেলে একটি অপরিচিত নম্বর থেকে (প্রাইভেট লেখা) ফোন করে হাসান আজিজুল হককে হুমকি দেওয়া হয়। তবে হুমকিদাতা কোনো নাম-পরিচয় দেয়নি।

হাসান আজিজুল হক বাংলানিউজকে বলেন, ‘আজ বিকেলে এক অপরিচিত নম্বর থেকে ফোন করে আমাকে বলা হয়, ‘আপনি নিজেকে চেইঞ্জ (পরিবর্তন) করতে পারবেন? আমি বললাম, আমি আমাকে কী বদলাবো, তখন ফোনের ওপাশ থেকে বলা হয়, তাহলে আপনি আপনাকে চ্যাঞ্জ করতে পারবেন না? তাহলে প্রস্তুত থাকুন, আমরা আসছি। ’

হাসান আজিজুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর। প্রখ্যাত এই কথাসাহিত্যিক ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বর্ধমানের যবগ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যাপনা করেছেন। ১৯৯৯ সালে তিনি ‘একুশে পদক’ পান। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী চৌদ্দপাই এলাকায় বিশ্ববিদ্যালয় কো. হাউজিং সোসাইটিতে (বিহাস) বসবাস করছেন।

বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এসএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।