ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

তিতুমীরের শিক্ষার্থী ও দোকানীদের মধ্যে সংঘর্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
তিতুমীরের শিক্ষার্থী ও দোকানীদের মধ্যে সংঘর্ষ

ঢাকা: রাজধানীর মহাখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সরকারী তিতুমীর কলেজের শিক্ষার্থী ও স্থানীয় দোকানদারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিক্ষার্থী, দোকানদার ও পুলিশসহ ‍পাঁচ জন আহত হয়েছেন।



রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় কলেজের সামনেরে সড়কে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, তিতুমীর কলেজের শিক্ষার্থী পাভেল, ফাইজুলসহ তিনজন এবং দোকানদার সুজন ও বনানী থানার ওসি (তদন্ত) ওয়াহেদুজ্জামান।

কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, দোকানে চা খেতে গেলে দোকানী তাদের উপর চা ফেলে দেন। এ নিয়ে প্রতিবাদ করলে তিনি স্থানীয় লোকজনদের নিয়ে তাদের উপর হামলা করেন।

এদিকে, দোকানীদের অভিযোগ, প্রায়ই এই শিক্ষার্থীরা চা খেয়ে টাকা না দিয়েই চলে যান। রোববার এর প্রতিবাদ করলে ওই তারা ওই দোকানীর উপর চড়াও হন।

এসময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনায় সেখানে উপস্থিত জনতার মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

বনানী থানার ওসি (তদন্ত) ওয়াহেদুজ্জামান বাংলানিউজকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টাকালে একটি ঢিল তার মাথায় গিয়েও লাগে।

বাংলাদেশ সময়: ০৩২৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এনএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।