ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে স্বামীর হাতে স্ত্রী খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
মৌলভীবাজারে স্বামীর হাতে স্ত্রী খুন ছবি: প্রতীকী

মৌলভীবাজার: সদর উপজেলায় রোজিনা বেগম (২৯) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী কুয়েত প্রবাসি হেলাল মিয়ার (৪০) বিরুদ্ধে।

রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নে এ ঘটনাটি ঘটে।



রোজিনার ভাই কামরুল জানান, বেশ কিছুদিন ধরে শ্বাশুড়ি ও ননদের সঙ্গে মনোমালিন্য চলছিলো রোজিনার। রোববার রাতে তার স্বামী ও পরিবারের লোকজন মিলে রোজিনাকে গলাটিপে হত্যা করে।

মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল বাংলানিউজকে জানান, রোজিনার গলায় ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় তার স্বামী হেলাল মিয়াকে আটক করেছে পুলিশ।

ময়নাতদন্তের জন্য রোজিনার মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৮২২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।