ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বাড্ডায় ১৬ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
বাড্ডায় ১৬ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার ৩ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর মধ্য বাড্ডায় শমশের গ্রুপের অফিস থেকে ১৬ লাখ টাকা লুটের ঘটনায় ওই ভবনের সিকিউরিটি গার্ডসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- ওই ভবনের সিকিউরিটি গার্ড মো. ফারুক মিয়া (২৮) এবং তার অপর দুই সহযোগী মো. রানা সরদার (৩৮) ও মো. ফিরোজ হোসেন (৫২)।



সংশ্লিষ্ট থানা পুলিশের সহায়তায় ফিরোজ হোসেনকে গোপালগঞ্জ থেকে, রানা সরদারকে খুলনা সদর থেকে এবং ফারুক মিয়াকে সাভারের নবীনগর থেকে গ্রেফতার করে বাড্ডা থানা পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) দিনগত মধ্যরাত থেকে সোমবার (১৬ নভেম্বর) সকাল পর্যন্ত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কমকর্তা আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, গত এক মাস আগে ফারুক ৭৩/৩ বাড্ডায় শমশের গ্রুপের অফিস ভবনে সিকিউরিটি গার্ড হিসেবে কাজে যোগদান করেন। প্রথম মাসের বেতন পেয়ে গত ৮ নভেম্বর দিনগত রাতে তিনি অপর দুই সিকিউরিটি গার্ডকে খাওয়ানোর কথা বলেন। এরপর খাবারের মধ্যে চেতনানাশক মিশিয়ে তাদের অজ্ঞান করে দুই সহযোগীকে নিয়ে ওই অফিসের ভেতরে ঢুকে ১৬ লাখ টাকা লুট করেন।  

এ ঘটনায় ৯ নভেম্বর বাড্ডা থানায় একটি মামলা দায়ের করা হয়। এর ভিত্তিতে অভিযান চালিয়ে এ তিন জনকে গ্রেফতার করা হলো, জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
এসজেএ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।