ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বিএনপি অস্বাভাবিক সরকার ক্ষমতায় আনতে চায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
বিএনপি অস্বাভাবিক সরকার ক্ষমতায় আনতে চায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু / ফাইল ফটো

ঢাকা: বিএনপি নির্বাচনের দাবির আড়ালে জল ঘোলা করে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চায়। তারা দেশকে সংবিধানের বাইরে ঠেলে দিয়ে অস্বাভাবিক সরকার ক্ষমতায় আনতে চায়।



সোমবার (১৬ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ কথা বলেন।

সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় যে রাজনৈতিক-প্রশাসনিক অবস্থান গ্রহণ করেছে, তা অব্যাহত থাকবে মন্তব্য করে তিনি আরও বলেন, জঙ্গিবাদ-সন্ত্রাসবাদকে চূড়ান্তভাবে পরাজিত করেই সরকার গণতন্ত্র ও সাংবিধানিক প্রক্রিয়াকে সমুন্নত রাখবে।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
এমআইএইচ/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।