ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে কাভার্ড ভ্যান চাপায় পুলিশ সদস্য নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
শ্রীপুরে কাভার্ড ভ্যান চাপায় পুলিশ সদস্য নিহত ছবি: প্রতীকী

গাজীপুর: শ্রীপুর উপজেলায় পণ্যবাহী একটি কাভার্ড ভ্যানের চাপায় মাওনা হাইওয়ে থানার মো. রুহুল আমিন (৪৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

সোমবার (১৬ নভেম্বর) শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজারে এ ঘটনা ঘটে।



মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালুজ্জামান বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

হেলালুজ্জমান বলেন, রুহুল আমিন এমসি বাজার এলাকায় নিয়মিত চেকপোস্টের দায়িত্বপালন করছিলেন। দুপুর সোয়া ১২টার দিকে তিনি ময়মনসিংহগামী মেসার্স মজুমদার ট্রান্সপোর্ট এজেন্সির (গাজীপুর-ট-১১-০০২৭) পণ্যবাহী কাভার্ড ভ্যানকে থামতে সংকেত দেন। এসময় চালক গাড়ি না থামিয়ে ওই পুলিশকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যেতে থাকেন।

পরে পুলিশ ধাওয়া করে ঘটনাস্থলের প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যান বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫/আপডেট: ১৪০৭ ঘণ্টা
ওএইচ/এসএস


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।