ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে দুই মাদকসেবীর কারাদণ্ড

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
সৈয়দপুরে দুই মাদকসেবীর কারাদণ্ড ছবি: প্রতীকী

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে দুই মাদকসেবীকে ১৫দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবু ছালেহ মুসা জঙ্গী এ রায় দেন।



শহরের রেলওয়ে অফিসার্স কলোনী এলাকায় প্রকাশ্যে মাদক সেবনের সময় ইমাম নূরে মিন্টু (৩০) ও আযমুকে (৩৫) পুলিশ হাতেনাতে আটক করে।

আটকদের পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত ইমাম নূরে মিন্টু শহরের হাওয়ালদার পাড়ার মৃত সামসাদ ও আযম কাজীপাড়া এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইউএনও) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দণ্ড পাওয়াদের দুপুরের মধ্যে কারাগারে পাঠানো হবে এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
এসএইচ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।