ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

জঙ্গিবাদের অবশেষটুকুও নিশ্চিহ্ন করা হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
জঙ্গিবাদের অবশেষটুকুও নিশ্চিহ্ন করা হবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

ঢাকা: দেশে গণতন্ত্র নিরাপদ করতে জঙ্গিবাদের অবশেষটুকুও নিশ্চিহ্ন করা হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
 
তিনি বলেন, গণতন্ত্রকে নিরাপদ করতে জঙ্গিবাদের ছিটেফোঁটা দমনে সরকার একচুলও ছাড় দেবে না, কঠোর অবস্থান নেবে।


 
সোমবার (১৬ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদফতরে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির ওপর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
 
দেশে জঙ্গিবাদের জাল বিস্তার করে আছে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, যতক্ষণ জামায়াত ধ্বংস না করা যাচ্ছে এবং উগ্রবাদীদের নামে বেনামী সংগঠনগুলো নিশ্চিহ্ন না হচ্ছে, গণতন্ত্রকে নিরাপদ করতে ততক্ষণ পর্যন্ত সরকার একচুলও ছাড় দেবে না।
 
ইনু বলেন, স্বামীর মতোই খালেদা জিয়া জঙ্গিবাদ, উগ্রবাদ, যুদ্ধাপরাধী এবং জামায়াতের সঙ্গে রাজনৈতিক সন্ধি স্থাপনের অভ্যাস ত্যাগ করতে পারেননি। এ কারণে বাংলাদেশে পরিকল্পিত হত্যা, খুন, নাশকতা এবং সর্বশেষ আগুন সন্ত্রাসের ঘটনা ঘটিয়েছেন।
 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের রাজনৈতিক ঐক্যের প্রস্তাব নাকচ করে দিয়ে তিনি বলেন, সন্ত্রাসী নেত্রী হিসেবে খালেদা জিয়া রাজনৈতিক আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তিনি আঁচ করতে পারছেন ওনার পরিস্থিতি, সেজন্য একদিকে দিশেহারা, অন্যদিকে উদ্বিগ্ন। এমন অবস্থায় রাজনৈতিক ময়দানে কিভাবে ফেরত আসবেন বা অপকর্ম কিভাবে আড়াল করবেন, সেই ব্যাপারে নীলনকশার অংশ হিসেবে মওদুদ আহমেদের প্রস্তাব। তবে আমরা তা বিনয়ের সঙ্গে প্রত্যাখান করছি।
 
সরকার লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার ছেলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে আসতে বাধা দেবে না জানিয়ে তিনি বলেন, আমরা তাদের স্বাগত জানাবো।
 
ঐক্য বা জাতীয় ঐক্যের নামে সন্ত্রাসবাদকে আড়াল করার অপচেষ্টা সফল হবে না মন্তব্য করে মন্ত্রী বলেন, বিএনপির জঙ্গিবাদ-সন্ত্রাসবাদকে হালাল করতে দর কষাকষিতে গণতন্ত্র ও নির্বাচনকে হাতিয়ার বানানোর চেষ্টা সফল হবে না।
 
তিনি বলেন, জঙ্গিবাদের সুইচ মওদুদ-বিএনপির হাতে। মওদুদ ঐক্যের প্রস্তাব দিয়ে প্রমাণ করতে চান, সরকার নির্বাচন দিলে জঙ্গিবাদ বন্ধ হবে। যুদ্ধাপরাধী, উগ্রবাদীদের সঙ্গে রাজনৈতিক ঐক্য হয় না। জামায়াতের সঙ্গে রাজনৈতিক লেনদেন করি না।
 
সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় যে রাজনৈতিক-প্রশাসনিক অবস্থান গ্রহণ করেছে, তা অব্যাহত থাকবে মন্তব্য করে তিনি আরও বলেন, জঙ্গিবাদ-সন্ত্রাসবাদকে চূড়ান্তভাবে পরাজিত করেই সরকার গণতন্ত্র ও সাংবিধানিক প্রক্রিয়াকে সমুন্নত রাখবে।
 
ইনু বলেন, এ ব্যাপারে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদকে এক চুলও ছাড় দেব না। ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। জঙ্গিবাদের সঙ্গে যারা রয়েছেন, তাদের আইনের মাধ্যমে দমন করা হবে।
 
সরকার বিএনপিকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করবে কিনা- এ প্রশ্নে মন্ত্রী বলেন, বিএনপি আইনানুগ নিবন্ধিত রাজনৈতিক দল। কিন্তু সাম্প্রতিককালে খালেদা জিয়া দলটিকে সন্ত্রাসী দলে পরিণত করেছেন। আইনগত বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখছি। মনোযোগের সঙ্গে পর্যবেক্ষণ করছি। গণতান্ত্রিক রাজনীতিতে আগুন সন্ত্রাসী থাকবে না।
 
জামায়াত নিষিদ্ধের আইনি প্রক্রিয়া চলছে বলেও জানান ইনু।
 
সংবাদ সম্মেলনে তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা তছির আহমদ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
এমআইএইচ/আরএম

** বিএনপি অস্বাভাবিক সরকার ক্ষমতায় আনতে চায়

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।