ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে পেট্রোল বোমাসহ জামায়াতের দুই রোকন আটক

ডিক্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
ঝিনাইদহে পেট্রোল বোমাসহ জামায়াতের দুই রোকন আটক

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার বানিয়াকান্দর গ্রাম থেকে পাঁচটি পেট্রোল বোমাসহ জামায়াতের দুই রোকনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, ঝিনাইদহ সদর উপজেলার বানিয়াকান্দর গ্রামের আরিফ মণ্ডলের ছেলে ইউনুছ আলী (৫২) ও একই গ্রামের ইয়াকুব আলীর ছেলে নজরুল ইসলাম (৩৮)।



সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তাদের আটক করা হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, ঝিনাইদহ সদর উপজেলার দুই রোকন ইউনুচ আলী ও নজরুল ইসলাম জামায়াতের নেতাকর্মীদের নিয়ে বানিয়াকান্দর গ্রামে গোপন বৈঠক করছিল। এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই গ্রাম থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৮/১৭১১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।