ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

মির্জাপুরে অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
মির্জাপুরে অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার ছবি: প্রতীকী

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সোহাগপাড়ার একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পার্শ্ববর্তী পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।



মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) এ এস এম তুহিন বাংলানিউজকে জানান, সকালে স্থানীয় লোকজন পুকুরে মৃতদেহটি ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

পাঁচ/ছয়দিন আগে দুর্বৃত্তরা ওই যুবককে হত্যা করে মৃতদেহ পুকুরে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।