ঢাকা: বাংলাদেশের আন্তর্জাতিক বিমান বন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছে ব্রিটেন।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের ডেপুটি হাইকমিশনার মার্ক ক্লেটনের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান।
বৈঠকের পর মন্ত্রী বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক বিমান বন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন মার্ক ক্লেটন। তবে বিমান বন্দরগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন তিনি।
সন্তোষ প্রকাশ করলে নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন কেন, এ প্রশ্নের জবাবে মেনন বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক বিমান বন্দরগুলোয় যেসব স্ক্যানিং মেশিন আছে, সেগুলো নিশ্চিত করে কোনো কিছু শনাক্ত করতে পারে না। সম্পূর্ণ ম্যানুয়াল পদ্ধতিতে দেহ তল্লাশি করে নিরাপত্তা নিশ্চিত করতে হয়। সে কারণেই সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
এসএমএ/আরএম