ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন-সেক্রেটারি শামীম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন-সেক্রেটারি শামীম

ঢাকা: জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন  সম্পন্ন হয়েছে। নির্বাচনে আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন মশিউর রহমান শাহিন এবং সাধারণ সম্পাদক শামীম শাহান।



এছাড়া কোষাধ্যক্ষ হয়েছেন মাওলানা মো. আব্দুল কুদ্দুস, ও প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মো. আতিকুর রহমান চৌধুরী।

সোমবার (১৬ নভেম্বর) লন্ডনের ১এইচজে, ই১১১৫ নিউ রোড, গ্র্যাট ফেম-এ এ নির্বচন অনুষ্ঠিত হয়।

এক বিবৃতিতে অ্যাসোসিয়েশন সভপতি মশিউর রহমান শাহিন অভিনন্দন জানিয়ে  যুক্তরাজ্যে বসবাসরত জকিগঞ্জের প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে সেবামূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

২০০১ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনটির মাধ্যমে দেশে বসবাসরত দরিদ্র ও অসহায়দের বিভিন্ন সাহায্য ও অনুদান প্রদান করা হয়।

এছাড়া বৃত্তি প্রদানসহ বিভিন্ন উন্নয়মূলক কাজে সংগঠনটি যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটিতে কার্যক্রম পরিচালনা করে আসছে।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
এস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।