ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক ডা. তানজিনা জাহান মিথিলাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামীর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেছেন নিহতের মামা।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে শাহবাগ থানার ডিউটি অফিসার জমসেদুল আলম বাংলানিউকে বিষয়টি জানান।
তিনি বলেন, মিথিলার মামা খন্দকার শরীফ উদ্দিন বাদী হয়ে তার স্বামী ডা. মিজানুর রহমানের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন।
এদিকে ঢামেক হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. কাজী মোহাম্মদ আবু সামা বাংলানিউকে বলেন, ময়না তদন্ত শেষে ডা. মিথিলার শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা যায়, এটি আত্মহত্যা। তবুও তার ভিসেরা সংগ্রহ করা হয়েছে। এটি মহাখালীতে পাঠানো হবে।
শাহবাগ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মাসুদ রানা বাংলানিউকে বলেন, ময়না তদন্তের আগে এর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে।
মিথিলার আরেক মামা আমিনুল হক ও অন্য মামারা ময়না তদন্ত শেষে মরদেহটি বুঝে নিয়ে তাদের গ্রামের বাড়িতে রওনা দিয়েছেন।
মিথিলার মামা আমিনুল হক বাংলানিউজকে বলেন, আমরা শুনেছি মামলার খবর শুনে ভান করে মিথিলার স্বামী ডা. মিজানুর রহমান অসুস্থ হয়ে পড়েন।
হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আব্দুল ওবায়েদুল চৌধুরী বাংলানিউজকে জানান, ডা. মিজানুর মানসিক টেনশনে আছেন। এ কারণে তার বুকে ব্যথা হলে তাকে ইসিজি করে হাসপাতালে ভর্তি করা হয়।
রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢামেক হাসপাতালের চিকিৎসকদের কোয়ার্টারের (আবাসিক) একটি ঘর থেকে ডা. তানজিনা জাহান মিথিলার (২৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বার্ন ইউনিটের পেছনের ওই কোয়ার্টারের নিচতলার একটি ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
এজেডএস/ওএইচ/এএসআর
ঢামেকের কোয়ার্টারে নারী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ