ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় আলীম জুট মিলের শ্রমিকদের গণ-অনশন পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
খুলনায় আলীম জুট মিলের শ্রমিকদের গণ-অনশন পালন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনার রাষ্ট্রায়ত্ত্ব আলীম জুট মিলের শ্রমিকরা গণ-অনশন কর্মসূচি পালন করেছেন।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মিলটিকে ব্যক্তি মালিকানায় হস্তান্তর প্রক্রিয়া বন্ধ, কথিত মালিকের ভুয়া কাগজপত্র বাতিল করে মিলের উৎপাদন চালু ও বকেয়া বেতনের দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন।



আটরা শিল্পাঞ্চলের মিলগেট সংলগ্ন খুলনা-যশোর মহাসড়কের পাশে অস্থায়ী মঞ্চ তৈরি করে এ অনশন কর্মসূচি পালন করা হয়।

বিকেল ৪টায় অনশনরত শ্রমিকদের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান শ্রমিক নেতা কমরেড হাফিজুর রহমান ভূঁইয়া এবং বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব জুট মিলস সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের আহ্বায়ক মো. সোহরাব হোসেন।

গণ-অনশনে শ্রমিকসহ সাধারণ জনতা একত্বতা প্রকাশ করে কর্মসূচিতে স্বতঃস্ফুতভাবে অংশগ্রহণ করেন।

অনশন কর্মসূচি পালনকালে সিবিএ সাধারণ সম্পাদক ও সংগ্রাম কমিটির আহ্বায়ক আব্দুল রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন  শ্রমিক নেতা কমরেড হাফিজুর রহমান ভূঁইয়া, মো. সোহরাব হোসেন, সৈয়দ জাকির হোসেন, মোজাম্মেল হক, সিবিএ সভাপতি আ. সালাম জমাদ্দার, আ. হামিদ সরদার, সাইফুল ইসলাম লিটু, মো. জাকারিয়া, আব্বাস বিশ্বাস, হাফেজ আব্দুস সালাম, আকবার হোসেন, ইকবাল হোসেন, মুজিবর রহমান, নজরুল ইসলাম, আনোয়ার হোসেন, বাবুল রেজা, আমিনুল ইসলাম প্রমুখ।

১৭ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত আটরা শিল্পাঞ্চলের খুলনা যশোর-মহাসড়কে মানববন্ধন, ১৮ নভেম্বর (বুধবার) সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত আটরা শিল্পাঞ্চলের খুলনা যশোর-মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে শ্রমিক নেতারা জানান।

বাংলাদেশ সময় : ১৬৪৪ ঘণ্টা,  নভেম্বর ১৬, ২০১৫
এমআরএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।