মেহেরপুর: জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, শিশু রাজন ও রাকিব হত্যা মামলার রায় ঘোষণা করে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশের বিচার বিভাগ। রাষ্ট্র ও রাজনৈতিক সব বিবেচনার উর্ধ্বে থেকে বিচার বিভাগ আগামীতে নারায়ণগঞ্জের তকি হত্যাকাণ্ডের রায় ঘোষণা করে আরেক দৃষ্টান্ত স্থাপন করবে।
সোমবার(১৬ নভেম্বর)সকাল সাড়ে ১০টার দিকে ২৫০ শয্যার মেহেরপুর জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাম্প্রতিক সময়ে বিচার বহির্ভুত হত্যাকাণ্ড বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ড. মিজানুর রহমান বলেন, বিচার বহির্ভুত হত্যাকাণ্ড কোনো সভ্য সমাজ বা রাষ্ট্র যেখানে আইনের ন্যূনতম শাসন রয়েছে সেখানে কাম্য হতে পারে না। মানবাধিকার কমিশন সব সময় বিচার বহির্ভুত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা সমালোচনা ও প্রতিবাদ জানিয়ে আসছে।
বিদেশি নাগরিক হত্যার বিষয়ে ড.মিজানুর রহমান বলেন, প্যারিসে নারকীয় হামলার ২৪ ঘণ্টার মধ্যে ৩ জন জঙ্গিকে শনাক্ত করেছে তারা। অথচ আমাদের দেশে বিদেশি হত্যাকাণ্ডসহ বড় বড় অপরাধের ঘটনা ঘটলেও এসব অপরাধের রহস্য উদঘাটন হচ্ছে, হবে শুনতে হচ্ছে। একটি ঘটনারও সুষ্ঠু তদন্তের মুখ দেখা যাচ্ছে না। আমরা এসব আর শুনতে চাই না।
এসব হত্যাকাণ্ডসহ অপরাধের সঠিক তদন্ত করে রহস্য উন্মোচন এবং প্রকৃত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এসময় উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা প্রশাসক শফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মজিবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খাইরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
পিসি/