ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

রেলের জমির অবৈধ স্থাপনা উচ্ছেদকালে পুলিশের ওপর হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
রেলের জমির অবৈধ স্থাপনা উচ্ছেদকালে পুলিশের ওপর হামলা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন সংলগ্ন রেলের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলাকালে দখলদারদের হামলার শিকার হয়েছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এসময় শটগানের প্রায় ৩০ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

এ ঘটনায় চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাদের নাম  জানা যায়নি।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন জানান, রোববার রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়। সোমবার দ্বিতীয় দিন দুপুর ১২টা পর্যন্ত প্রায় দুই শতাধিক বাড়িঘর ও দোকান-পাটসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বেলা ১২টার দিকে মহানন্দা বাসস্ট্যান্ড এলাকার একটি বাড়ি উচ্ছেদের সময় এক কিশোর ইটের নিচে চাপা পড়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে দখলদাররা অভিযান পরিচালনাকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও কর্মকর্তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় তারা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে ব্যবহৃত বুলডোজারটিতে আগুন ধরিয়ে দেওয়ারও চেষ্টা করে। একপর্যায়ে শটগানের প্রায় ৩০ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রেল ও সদর থানা পুলিশ।

এ ঘটনায় চারজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, পরিস্থিতি শান্ত হওয়ার পর যথারীতি উচ্ছেদ অভিযান চালানো হয়।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।