ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

দেবিদ্বারে প্রতিপক্ষের ঘুষিতে ব্যবসায়ীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
দেবিদ্বারে প্রতিপক্ষের ঘুষিতে ব্যবসায়ীর মৃত্যু

কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বেগমাবাদ গ্রামে প্রতিপক্ষের ঘুষিতে কমল নন্দী সাহা (৪৫) নামে এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর আড়াইটায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।



কমল চন্দ্র সাহা উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বেগমাবাদ গ্রামের রবীন্দ্র চন্দ্র সাহার ছেলে। ঘাতক বিজয় সাহা একই গ্রামের বাসিন্দা এবং তারা একে অপরের চাচাতো ভাই।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, তুচ্ছ ঘটনা নিয়ে কমল নন্দী সাহা ও বিজয় সাহার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। বিজয় সাহা ব্যবসায়ী কমল নন্দী সাহাকে ঘুষি মারেন।

এর কিছুক্ষণ পর কমল অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে স্থানীয়রা দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় বিজয় সাহা পালিয়ে যান। নিহতের পরিবার মামলা দায়ের করলে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।