ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

গৃহবধূর মৃতদেহ উদ্ধার, শাশুড়ি-ননদ আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
গৃহবধূর মৃতদেহ উদ্ধার, শাশুড়ি-ননদ আটক

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে আলেয়া বেগম (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  
 
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার চরগাজী ইউনিয়নের চর লক্ষ্মীগ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।


 
গৃহবধূকে হত্যা করা হয়েছে এমন অভিযোগে শাশুড়ি রোকেয়া বেগম ও ননদ শিল্পীকে আটক করা হয়েছে। তবে, স্বামী রাসেল ও শ্বশুর জামাল উদ্দিন পালিয়ে গেছেন।  
 
গৃহবধূ আলেয়া বেগম নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের সিদ্দিক আহাম্মদের মেয়ে। দুই বছর আগে রাসেলের সঙ্গে তার বিয়ে হয়। তাদের একটি ছেলে সন্তান রয়েছে।
 
নিহতের বাবা সিদ্দিক আহাম্মদ জানান, বিয়ের পর থেকে জামাই ও তার পরিবারের সদস্যরা যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিল। যৌতুকের জন্য আলেয়াকে প্রায়ই মারধর করতেন তার স্বামী। রোববার রাতে তার মেয়েকে  হত্যা করে ঝুলিয়ে রেখে তারা আত্মহত্যার নাটক সাজানোর চেষ্টা করেছে বলে অভিযোগ করেন তিনি।  
 
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।