ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলায় দুই মাদক ব্যবসায়ীকে ৮ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বাস রাসেল হোসেন মাদক ব্যবসার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলা সদরের সিদ্দিক শাহার ছেলে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সমির শাহা (৩৫) ও তার সহযোগী একই এলাকার ওয়াজিদ শেখের ছেলে শাহ আলম (২০)।
সালথা থানার উপ পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান বাংলানিউজকে জানান, রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ সমির ও তার সহযোগী শাহ আলমকে আটক করা হয়।
এরপর সোমবার সকারে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালত তাদের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, নভেম্বর ২০১৫
আরএ