পাথরঘাটা(বরগুনা): কৃষকের ধান কাটার মধ্য দিয়ে বরগুনার পাথরঘাটায় মাঠ দিবস পালিত হয়েছে।
সোমবার(১৬ নভেম্বর) সকাল থেকে উপজেলার পদ্মা গ্রামের কৃষকরা দিনব্যাপী এ আয়োজন করেন।
পাথরঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে ও বেসরকারি সংস্থা সিসিডিবির কারিগরি সহযোগিতায় লবনসহিষ্ণু জাতের ব্রি ৫৪ জাতের ধান ৬০ একর জমিতে চাষ করেন স্থানীয় ৫১জন ভূমিহীন কৃষক। কম খরচ এবং স্বল্প সময়ে অধিক ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে।
উপজেলার চরলাঠিমারা ও পদ্মা গ্রামের ভূমিহীন ৫১ পরিবারের বন্দোবস্তকৃত (গুচ্ছগ্রাম) পতিত ৬০ একর জমিতে ব্রি ৫৪ জাতের ধান চাষ করা হয়।
সিসিডিবির লাইট হাউজ প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক সুব্রত মিস্ত্রী জানান, কৃষি উৎপাদনশীলতা উন্নয়ন ত্বরান্বিতকরণ এবং লবণসহিষ্ণু জাতের ব্রি ৫৪ জাতের ধান চাষ করতে কৃষকদের আগ্রহ বাড়ছে। সিসিডিবির পক্ষ থেকে কৃষকদের কারিগরি সহযোগিতা দেওয়া হচ্ছে।
পাথরঘাটা উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা আ. হাকিম বলেন, ব্রি ৫৪ জাতের ধান খুবই ভালো। হেক্টর প্রতি সাড়ে ৪ টন ধান উৎপাদন হয়েছে। কম খরচ এবং স্বল্প সময়ে অধিক ফলন হওয়ায় কৃষকদের এ বীজ চাষ করার জন্য আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
পিসি