ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশের মানুষ আইএস-জঙ্গিবাদের বিরুদ্ধে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
বাংলাদেশের মানুষ আইএস-জঙ্গিবাদের বিরুদ্ধে ছবি: রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা:  বাংলাদেশকে সুফিবাগ, পীর মাশায়েখ ও বাউলের দেশ হিসেবে উল্লেখ করে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশের মানুষ আইএস জঙ্গিবাদের বিরুদ্ধে। জঙ্গিবাদ এদেশের মানুষের ধর্ম, সংস্কৃতি ও জীবনের সঙ্গে যায় না।



সোমবার (১৬ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবরে ভিআইপি লাউঞ্জে মজলুম জননেতা মাওলানা ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজকে ফ্রান্সে যে ঘটনা ঘটেছে, তা আমাদের দেশে যে ঘটবে না-- তা বলার কোনো কারণ নাই। যারা আইএস তৈরি করেছিলো, তারা নিজের প্রতিশোধ নিজেরাই পাচ্ছে। এটা তৈরি করেছিল, যারা তারা স্বীকার করেছে ইরাকে ইন্দো-মার্কিন আক্রমণ না হলে আইএসের জন্ম হতো।

মেনন আরও বলেন, যারা আইএস তৈরি করেছে তারা আইএসের বিরুদ্ধে যেমন, সর্প হয়ে দংশন করছে, তেমনি ওঝা হয়ে ঝাড়ার জন্য আমাদের দেশে আসার চেষ্টা করছে। তারা বলছে, বাংলাদেশ যদি আইএসের বিরুদ্ধে লড়াই করে, তারা বাংলাদেশের সঙ্গে থাকবো। আমরা বলি, আমাদের ক্ষমা কর, কোনো প্রয়োজন নেই।

বাংলাদেশে বিদেশী নাগরিক নিহত হওয়ার পরে এদেশে ভ্রমণের বিষয়ে সতর্ক বার্তা দেওয়া হয় অথচ ফ্রান্সে বেলায় কেন নয়- বলে প্রশ্ন রাখেন পর্যটন মন্ত্রী।

সবাইকে উগ্র জঙ্গিবাদ এবং যারা ইরাক-আফগানিস্তানে জঙ্গিবাদ সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান মন্ত্রী।

ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) সভাপতি আলমগীর মজুমদার সভাপতিত্বে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্টের (এনডিএফ) চেয়ারম্যান শেখ শওকত হোসেন মিলুসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

অনুষ্ঠান থেকে বের হয়ে যাওয়ার পথে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে রাশত খান মেনন বলেন, বিমান বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রয়োজনে আরও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
এসএইচ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।