ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুর অটোরিকশার ধাক্কায় নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
চাঁদপুর অটোরিকশার ধাক্কায় নারীর মৃত্যু

চাঁদপুর: চাঁদপুরে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় মমিনা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
 
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের আশিকাটি চাঁদখার বাজার এলাকায় দুর্ঘটনায় আহত হন তিনি।


 
বিকেল সাড়ে ৫টার দিকে চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
নিহত মমিনা বেগম কুমিল্লার বরুড়া উপজেলার মহিন উদ্দিনের স্ত্রী।  
 
পুলিশ জানায়, মমিনা বেগম কুমিল্লা থেকে সকালে চাঁদপুর কারাগারে তার আত্মীয়কে দেখার জন্য চাঁদপুরে আসেন। কারাগারে আসার রাস্তায় হেঁটে আসার সময় পিছন থেকে একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে মমিনা বেগম রাস্তায় পড়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।
 
স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
 
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক রায়হান মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বাংলানিউজকে বলেন, হাসপাতাল থেকে নিহত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিবারের লোক জনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তারা এলে মরদেহ হস্তান্তর করা হবে।
 
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।