ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ভিশন ২০২১ অর্জন সম্ভব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
ভিশন ২০২১ অর্জন সম্ভব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২০২১ সালের মধ্যে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৮ শতাংশে নিয়ে যাওয়া মোটেও উচ্চাকাঙ্ক্ষী নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

তিনি বলেছেন, ভিশন ২০২১ অর্জনে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা সম্ভব।

তবে এ জন্য অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য খাতে গুরুত্ব দিতে হবে।

অর্থমন্ত্রীর মতো একই ধরনের মন্তব্য করেছেন ইউএসএআইডি বাংলাদেশ মিশনের প্রধান জেনানা জেরুজেলস্কিও।
 
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে তারা এ মন্তব্য করেন।

দু’দিনব্যাপী অনুষ্ঠিত বাংলাদেশ উন্নয়ন ফোরাম’র (বিডিএফ) বিভিন্ন দিকে নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
 
অর্থমন্ত্রী বলেন, প্রায় ৬ বছর পর এবার বিডিএফ আয়োজন করা হয়েছে। দু’দিনের ফোরামে অংশ নেওয়া উন্নয়ন সহযোগীরা বলেছেন শিক্ষা-স্বাস্থ্য খাতে আমরা যে গুরুত্ব দিচ্ছি তা ভালো। তবে এ খাতে বরাদ্দ বাড়াতে হবে। একই সঙ্গে অবকাঠমো খাতে গুরুত্ব দিতে বলেছেন।
 
তিনি বলেন, উন্নয়ন সহযোগীরা বিভিন্ন বিষয়ে আশ্বাস দিয়েছেন, সেই সঙ্গে সতর্কও করেছেন।   এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন অব্যাহত রাখতে বলা হয়েছে। এ খাতের উন্নয়নের জন্য আমরা বিভিন্ন জনকে পদক্ষেপ নিতে বলেছি।
 
মন্ত্রী বলেন, অবকাঠামো খাতের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি বিনিয়োগ প্রয়োজন। অবকঠামো খাতের উন্নয়ন না হলে সেভাবে শিল্পায়ন হবে না। তবে আগামী বছরের বাজেটে অবকাঠামো খাতে বরাদ্দ বাড়ানো হবে না বলে জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
 
প্রাথমিক শিক্ষায় অনেক অগ্রগতি হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এখন শিক্ষার মান উন্নয়ন ও দক্ষ জনবল গড়ে তোলার দিকে নজর দিতে হবে।
 
অর্থমন্ত্রী আরও বলেন, শুধু ঢাকা থেকে ১৬ কোটি মানুষের উন্নয়ন করা সম্ভব নয়। উন্নয়নের জন্য ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। আমাদের ৬৪টি জেলাতেই যেতে হবে।
 
ইউএসএআইডি বাংলাদেশ মিশনের প্রধান জেনানা জেরুজেলস্কিও বলেন, বাংলাদেশ সরকার ২০২১’র যে ভিশন নির্ধারণ করেছে তা অর্জন সম্ভব। তবে এর জন্য মানসম্পন্ন শিক্ষা প্রয়োজন। সেই সঙ্গে অবকাঠমো খাতের উন্নয়ন এবং জলবায়ু সমস্যার দিকেও নজর দিতে হবে।
 
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন বলেন, অবকাঠমো খাতে বেসরকারি খাতের বিনিয়োগ প্রয়োজন। এ জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কীভাবে আরও জোড়দার করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। এসডিজি’র ক্ষেত্রে বেসরকরি খাতকে সংযুক্ত এবং ট্যাক্সও বাড়াতে বলা হয়েছে। সামাজিক সুরক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বিয়োগের উপর গুরুত্ব দেওয়া হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
এএসএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।