ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ভালুকায় ৬ জুয়াড়িকে কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
ভালুকায় ৬ জুয়াড়িকে কারাদণ্ড

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় ৬ জুয়াড়িকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে তাদের এ দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল আহসান তালুকদার।

পরে সন্ধ্যায় তিনি বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার উথুরা ইউনিয়নের জাটিয়া গ্রামের শফিউল্লাহ, ইসমাইল, বাহাদুর, বাবুল, আলাউদ্দিন ও স্বপন।

কামরুল আহসান তালুকদার জানান, উথুরা টালতিয়া এলাকায় জুয়া খেলার সময় পুলিশ তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৪০ টাকা উদ্ধার করা হয়। বিকেলে তাদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।