ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

কারাগারে আসামির সঙ্গে দেখা করতে এসে...

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
কারাগারে আসামির সঙ্গে দেখা করতে এসে...

ফরিদপুর:  মো. মেহেদী (১৮)। ফরিদপুর শহরের আলীপুর মহল্লার বাসিন্দা।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে মাদক মামলায় কারাগারে থাকা এক আসামির সঙ্গে দেখা করতে জেল গেটে এসেছিলেন তিনি। দেখা শেষে ফিরেও যাচ্ছিলেন।

কিন্তু ওই যুবককে সন্দেহ হলে দায়িত্বরত কারারক্ষীরা তল্লাশি করেন। এসময় তার কাছে পাওয়া যায় দুই পুরিয়া গাজা। পরে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ফরিদপুরের ডেপুটি জেলার সৈয়দ জাবেদ হোসেন বাংলানিউজকে বলেন, ওই যুবক মাদক মামলায় আটক এক কয়েদীর সঙ্গে দেখা করতে আসেন। তার কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করেন কারারক্ষীরা। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ভ্রম্যামাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত হায়াত শিপলু বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই তরুণকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
ওএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।