ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ঢাকা: রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের শক্তিশালী অবস্থান পুনরায় তুলে ধরেন প্রধানমন্ত্রী।

সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ কথা জানান।
 
এ সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ছাড়াও সম্প্রতি ফ্রান্সে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলায় শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
 
শেখ হাসিনা তার সাম্প্রতিক নেদারল্যান্ডস সফরের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

তার আগে, সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে অভ্যর্থনা জানান।
 
বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
এমইউএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।