ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বুধবার ফেনী আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
বুধবার ফেনী আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

ফেনী: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বুধবার (১৮ নভেম্বর) ফেনী আসছেন।

সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শামছুল আলম সরকার বাংলানিউজকে এ তথ্য জানান।



তিনি বলেন, ওই দিন সকাল সাড়ে ৯টায় ফেনীতে পৌঁছাবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ফেনী জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক বাহার উদ্দিন বাহার বাংলানিউজকে বলেন, মন্ত্রী সকাল ৯টায় দিকে অবতরণের পর জেলার পরশুরাম বিলোনীয় স্থল বন্দর পরিদর্শনে যাবেন। এরপর বিকেল ৩টায় জেলা শহরের ট্রাঙ্ক রোড শহীদ মিনারে বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন ও জনসভা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা আওয়ামী লীগ ও তৃণমূল নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২২৫৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।