ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোল সীমান্তে ৮ বাংলাদেশি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
বেনাপোল সীমান্তে ৮ বাংলাদেশি আটক

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্তে ভারত থেকে অবৈধভাবে দেশে ফেরার সময় আট বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।  
 
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টার দিকে বেনাপোল-গাতিপাড়া সড়ক থেকে তাদের আটক করা হয়।

তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা যায়নি।
 
আটকরা হলেন- খুলনার বারাকপুরের পিয়াল শেখের স্ত্রী তাজমিন (২০), শিশু তামিম (০৩), ফরিদপুর মোস্তফাপুরের আলী মণ্ডলের স্ত্রী রাহেমা (৫৫), যশোর সদরের হরেন হালদারের ছেলে আপন হালদার (২৫), আজিজুল মিয়ার ছেলে শফিকুল (২৪), তার স্ত্রী রুপা (১৮), ঝিকরগাছার খায়রুলের ছেলে নাজমুল (২২) ও সুলতান শেখের ছেলে আব্দুস ছাত্তার (৪০)।
 
বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্পের সুবেদার জালাল উদ্দিন বাংলানিউজকে বলেন, সকালে আটক ব্যক্তিরা সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় তাদের আটক করা হয়।  
 
অবৈধ পারাপারের অভিযোগে মামলা দিয়ে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান সুবেদার জালাল উদ্দিন।
 
বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।