ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

যৌতুকের মামলায় এক ব্যক্তি কারাগারে

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
যৌতুকের মামলায় এক ব্যক্তি কারাগারে

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় ইউসুফ আলী (৩৫) নামে এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছে আদালত।
 
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে তাকে বগুড়া কারাগারে পাঠানো হয়।


 
এর আগে, সোমবার (১৬ নভেম্বর) রাতে উপজেলার রাঙামাটি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন বাংলানিউজকে বলেন, সারিয়াকান্দি উপজেলার সুতানাড়া গ্রামের অফফের আলীর মেয়ে রহিমা খাতুনকে প্রায় তিন বছর আগে বিয়ে করেন ইউসুফ আলী। বিয়ের ছয় মাস পর তিনি ৪০ হাজার টাকা যৌতুক দাবি করেন। টাকা দিতে ব্যর্থ হওয়ায় স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন তিনি।
 
এ ঘটনায় রহিমা খাতুন বাদী হয়ে ২০১৩ সালের ২৫ নভেম্বর ইউসুফ আলীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। এ মামলায় আদালত তাকে কারাগারে পাঠায় বলে জানান এসআই।
 
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।