ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বিজয়নগরে সড়ক ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
বিজয়নগরে সড়ক ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৩

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে পাইপগান ও দু’টি রামদাসহ তিন ডাকাতকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) গভীর রাতে মহাসড়কের চান্দুরা বাসস্ট্যান্ড সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে থেকে তাদের আটক করা হয়।



আটক ব্যক্তিরা হলেন-জেলার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের হরিপুর গ্রামের আলফত আলীর ছেলে এরশাদ (২৮), একই উপজেলার চুন্টা ইউনিয়নের নরসিংহপুর গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে রাজন মিয়া (২৫) ও একই গ্রামের জব্বার মিয়ার ছেলে খুরশেদ (২০)।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল পাশা জানান, আটক ডাকাতদের দুপুরের মধ্যে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।